ভ্যাকুয়াম ক্লিনার, কি, কেন এবং কোথায়

আমাদের সবার জীবনের সঙ্গী না হলেও, আমরা সবাই চিনি এই ভ্যাকুয়াম ক্লিনার নামের যন্ত্রটিকে। ১৯০৮ সালে আমেরকান উদ্ভাবক জেমস স্প্যংলারের একটি ধুলা পরিষ্কার করার যন্ত্রের পেটেন্ট, উইলিয়াম হুভার এর কাছে বিক্রয় করার মাধ্যমে শুরু হয় বানিজ্যিক ভাবে ভ্যাকুয়াম ক্লিনারের যাত্রা। আর তাই, আমেরিকায় এখনো এ যন্ত্র কে হুভার নামেও ডাকা হয়। কালের বিবর্তনে এখন আমাদের কাছে পৌঁছে গিয়েছে অত্যাধুনিক কিছু ভ্যাকুয়াম ক্লিনার। বাজারে বর্তমানে প্রাপ্ত কিছু ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন। সেই সাথে থাকছে ক্রয় করার ও ব্যাবহার করার কিছু টিপস। 

www.bobvila.com

যে কারনে কিনবেন ভ্যাকুয়াম ক্লিনার

আমরা সকলেই চাই স্বাস্থ্যকর পরিবেশে থাকতে। সাধারন উপায়ে ঘর পরিষ্কার করার চেয়ে এটির সাহায্যে ঘর পরিষ্কার করলে আপনার ঘর থাকবে অধিকতর ধুলোবালিমুক্ত। আপনার ঘরে যদি কার্পেট বা কার্পেট জাতিয় কিছু থাকে তাহলে এটি অত্যান্ত কার্যকর প্রমানিত হবে।

বর্তমানে প্রাপ্ত প্রায় সব ভ্যাকুয়াম ক্লিনার অত্যান্ত যুগোপযোগী। দেখতে তুলনামুলক রুচিশিল এই ক্লিনার আপনার ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি করবে। 

বাসা বাড়িকে যদি ছোটো বাচ্চাদের জন্য নিরাপদ রাখতে চান তাহলে ভ্যাকুয়াম ক্লিনার আপনার জন্য অপরিহার্য। ছোটো খাটো অনেক ময়লা থাকে যা আমাদের চোখ এড়িয়ে যায়। কিন্তু ছোটো বাচ্চা বিশেষ করে যারা হামাগুরি দেয় তাঁদের সামনে এসব খুব সহজে চলে আসে। 

পোষা প্রাণী আমাদের অনেকের জীবনের ই অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রাণীর লোম কেবল বিরক্তিকরই নয়, পরিবারের কারও অ্যালার্জি থাকলে এটি বিপজ্জনক হতে পারে। ভ্যাকুয়াম আপনার বাড়িতে অ্যালার্জেন কমাতে এবং সামগ্রিক বায়ুর গুণমান বৃদ্ধি করতে সাহায্য করতে পারে।

ভ্যাকুয়াম ক্লিনারগুলি যে কেবল ধুলো পরিষ্কার করতে এবং অ্যালার্জেন থেকে মুক্তি পেতে কার্যকর শুধু তাই নয়, বরঞ্চ এটি ব্যবহার করাও সহজ এবং, শক্তি সাশ্রয় করে। এছাড়াও মাত্র দশ হাজার টাকার ভেতর আপনি পেয়ে যাবেন বেশকিছু বিশ্বমানের ভ্যাকুয়াম ক্লিনার। আপনার ঘরদোর পরিষ্কার করতে যে সময় ও শক্তি আপনি সাশ্রয় করবেন তার তুলনায় এই মূল্য নগন্য। বাকি সময় আপনি ব্যাবহার করতে পারবেন আপনার কাজে, বিশ্রামে ও পরিবারের সাথে। 

মূল কার্যপ্রণালী

সাকসন পাইপে চাপ তৈরি

একটি ভ্যাকুয়াম ক্লিনারে বিদ্যুৎ এর সাহায্যে ইঞ্জিন চালু হয়। এই ইঞ্জিন প্রচন্ড গতিতে ফ্যান চালু করে। ফ্যানটি একই গতিতে বাতাস ব্যাগের দিকে টেনে আনে। ফলে সাকসন পাইপ এর মুখে উচ্চ বায়ুচাপ জনিত এলাকার সৃষ্টি হয়। বায়ু সবসময় ধারাবাহিকভাবে উচ্চ চাপের স্থান থেকে অপেক্ষাকৃত কম চাপের স্থানের দিকে চলে।

ডাস্ট ফিল্টার

উপরক্ত সূত্র মেনে বায়ু  ও মেঝের ময়লা ফিল্টারে জমা হয়। ফ্যান ও ব্যাগের মাঝখানে একটি প্রতিবন্ধক থাকে যা ধুলোবালি ফ্যান পর্যন্ত যাওয়া হতে রক্ষা করে। এভাবে ক্রমান্বয়ে ময়লা ও আবর্জনা ডাস্ট ফিল্টারে জমা হতে থাকে।

ব্রাশ

কিছু ভ্যাকুয়াম ক্লিনার এর সাথে বিভিন্ন সাইজ এর ব্রাশ পাওয়া যায়। এই ব্রাশ গুলির এক এক টির কাজ একেক রকমের হয়ে থাকে। ব্যাবহার এর পূর্বে অবশ্যই কোন ব্রাশটি কি কাজে ব্যাবহার হয় তা ম্যানুয়াল দেখে ভালো করে জেনে নেবেন। কিছু ক্লিনারের সাথে এক ধরনের ঘুরতে সক্ষম ব্রাশ থাকে যা আরও কার্যকর ভুমিকা পালন করে। সাধারনত এর সাথে ৬ থেকে ১০ টি ব্রাশ বা এটাচমেন্ট সরবরাহ করা হয়।

ভ্যাকুয়াম ক্লিনারের প্রকারভেদ

আপরাইট ভ্যাকুয়াম ক্লিনারঃ

এই মডেল গুলো অপেক্ষাকৃত খাড়া, প্রাচীনতম, সবচেয়ে বেশি দেখা যায় এবং সবচেয়ে জনপ্রিয় ভ্যাকুয়াম ক্লিনারগুলির মধ্যে একটি৷ এটি খুব সহজে কাত ও সোজা করে ধাক্কা দেওয়া যায়। বড় কার্পেট পরিষ্কার করার জন্য এটি আদর্শ এবং সবচেয়ে শক্তিশালী। এটিতে একটি সেন্সর রয়েছে যা কার্যকরভাবে কার্পেটের বের হয়ে থাকা সুতো ও ময়লা শুষে নেয়। মেঝে পরিষ্কার করার জন্য এটিতে ভিন্ন সেটিংস রয়েছে।

স্টিক ভ্যাকুয়াম ক্লিনারঃ

এটি লাঠি আকৃতির পাতলা, হালকা এবং দ্রুত পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়। প্রচলিত ঝাড়ুর সাথে এর নকশায় মিল খুঁজে পাওয়া যায়। এই ধরনের ক্লিনার আসবাবপত্র এবং সংকীর্ণ স্থানে পরিষ্কার করার জন্য ভাল। এটি ছোট কার্পেট এবং মেঝে পরিষ্কারের জন্য ব্যবহার করা যেতে পারে এবং রান্নাঘর এবং বাথরুম পরিষ্কারের জন্য আদর্শ। ফিল্টার ব্যাগের পরিবর্তে এতে রয়েছে ময়লার কাপ। এটি খুব শক্তিশালী নয় এবং গভীর ভাবে পরিষ্কারের জন্য উপযুক্ত নয়। অন্যান্য ধরনের তুলনায় এর ব্যটারি ব্যাকাপ কম হয়ে থাকে।

ক্যানিস্টার ভ্যাকুয়াম ক্লিনারঃ

একটি ক্যানিস্টার টাইপের ক্লিনারে একটি সিলিন্ডার ও এর সাথে একটি সাকশন পাইপ সংযুক্ত থাকে। এতে মোটরের সংখ্যা একাধিক হতে পারে। 

এটি প্রায় সব জায়গায় ব্যাবহার করা যায়। খালি শক্ত মেঝে, কার্পেটেড এলাকা, কাঠের মেঝে, টাইলস, গাড়ি, সিঁড়ি, দেয়াল, সিলিং, ঘরের কোনা এবং গৃহসজ্জার সামগ্রী- আসবাবপত্র, পর্দা ইত্যাদি জায়গার জন্য এটি খুবই উপযোগি।

এর অনেকগুলো এটাচমেন্ট রয়েছে যা বিভিন্ন স্থানের জন্য প্রযোজ্য। এর বহুবিধ ব্যাবহার উপযোগিতার কারণে এটি তুলনামূলক ব্যয়বহুল। এটি অন্যান্য মডেলের তুলনায় আকারেও বড়।

রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার

একটি রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার হল একাই কাজ করতে সক্ষম ভ্যাকুয়াম ক্লিনার যার সেন্সর এবং রোবোটিক ড্রাইভ সহ প্রোগ্রামেবল কন্ট্রোলার আছে এবং ক্লিনিং রুটিন এর মাধ্যমে কাজ করতে সক্ষম । কিছু মডেলে ছোটো কোনায় পৌঁছানোর জন্য স্পিনিং ব্রাশ ব্যবহার থাকে। আরও সাম্প্রতিক মডেলগুলি ম্যাপিং, বস্তু সনাক্তকরণ এবং ইভেন্ট-ভিত্তিক পরিষ্কারের জন্য AI এবং Deep Learning ব্যবহার করে।

এগুলি কম শব্দ করে এবং ব্যবহার করা সহজ। রোবোটিক ভ্যাকুয়ামগুলি সাধারণত আপরাইট ভ্যাকুয়ামের চেয়ে ছোট হয় এবং সবচেয়ে হালকা ক্যানিস্টার মডেলের তুলনায়ও উল্লেখযোগ্য কম ওজনের হয়। যাইহোক, একটি রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনারের একটি খারাপ দিক হল যে এটির আকারের কারণে কোনো জায়গা ভ্যাকুয়াম করতে এটি অনেক সময় নেয়। এগুলি তুলনামূলকভাবে ব্যয়বহুল, এবং এর যন্ত্রাংশ ও ব্যাটারির কারণে খরচ উল্লেখযোগ্য পরিমাণে বেশী হয়।

পোর্টেবল ভ্যাকুয়াম ক্লিনার

এটি একটি ছোট, সহজে বহন করা যায় এবং হালকা ভ্যাকুয়াম ক্লিনার, যা এক হাতে পরিষ্কারের জন্য উপযুক্ত। বিভিন্ন ডিজাইনে পাওয়া যায়- কর্ড সহ, কর্ডলেস উভয় রকমই দেখা যায়। এদের মধ্যে কয়েকটি মডেলে ঘুরতে সক্ষম ব্রাশ থাকে। আঁটসাঁট জায়গাগুলি পরিষ্কার করার জন্য এটি অত্যন্ত ভালো। যেমন গাড়ির অভ্যন্তর, টেবিল, সিঁড়ি এবং ঘরের যেসব কোণে পৌঁছানো খুব কঠিন। টুকরো ময়লা এবং ছিদ্র পরিষ্কার করার জন্য, গৃহসজ্জার সামগ্রীতে চুলের মতো সূক্ষ্ম ময়লা থেকে মুক্তি পেতে এর ব্যবহার করে জিতে পারে। এটি অন্যান্য মডেলের তুলনায় কম ব্যয়বহুল। বড় আকারের ভ্যাকুয়ামের তুলনায় এর শক্তি কম এবং সাধারণ মেঝে পরিষ্কারের জন্য ব্যবহার করে হয় না।

বাজারের সেরা দশ ভ্যাকুয়াম ক্লিনারের দাম

  1. Total Cordless Vacuum Cleaner TVLI2001 ( With Battery & Charger)
Price: ৳ 5,280
Volt: 20V
Battery Type: Li-ion
Dust Capacity: 0.7L
Vacuum Pressure: High:≥7.0KPa
Normal:≥5.0KPa
আরও জানতে ছবিতে ক্লিক করুন
  1. Ingco Wet and Dry Industrial Vacuum Cleaner VC14122
Price: ৳ 9,600.00
Wattage: 800W
Air flow: 1.7m3/min
Dust Capacity: 12 Liter
Vacuum Pressure: High 16KPa
HEPA filter
আরও জানতে ছবিতে ক্লিক করুন
  1. Ingco Vacuum Cleaner VC20258
Price: ৳ 10,920.00
Wattage: 2000W
Air flow: 2.0~2.3 M3/min
Dust Capacity: 2.5L
Vacuum Pressure: ≥20 Kpa
Product size: 433*283*348mm
আরও জানতে ছবিতে ক্লিক করুন
  1. Miyako Vacuum Cleaner Red Color MVC-112
Price: ৳ 3,832.50
Wattage: 800w
Dust Capacity: 2.5L
Material: ABS plastic
আরও জানতে ছবিতে ক্লিক করুন
  1. Dongcheng Vacuum Cleaner DVC30
Price: ৳ 19,500.00
Wattage: 1200W
Dust Capacity: 30 Liter
Weight: 8.8kg
আরও জানতে ছবিতে ক্লিক করুন
  1. Total Robotic Vacuum Cleaner TVCRG30261
Price: ৳ 21,000.00
Wattage: 20WVolt: 11.1V
Dust Capacity: 0.45L with
HEPA filter
Vacuum Pressure: 1.0 kPa
Weight: 2kg
আরও জানতে ছবিতে ক্লিক করুন
  1. Total Cordless Vacuum Cleaner 22.2V 120W TVCH14111
Price: ৳ 11,400.00
Wattage: 120W
Volt: 22.2V
Dust Capacity: 0.8L with
HEPA filter
Vacuum Pressure: 2200 psi
আরও জানতে ছবিতে ক্লিক করুন
  1. XIAOMI Robot Vacuum Cleaner 2C Model: XMSTJQR2C
Price: ৳ 45,000
Noise Level: 72 dB
Battery Capacity: 3200 mAh
Dust Capacity: 550 ml with
HEPA filter
Suction Power: 2200 Pa
আরও জানতে ছবিতে ক্লিক করুন
  1. Walton WAVC-LS06
Price: ৳ 3,300
Dust Capacity: 1.5 Liter.
Wattage: 1000W (Maximum),
800W (Normal)
Cable: 5 Meter
আরও জানতে ছবিতে ক্লিক করুন
  1. Total Vacuum Cleaner 2000W 2.5L (TVC20258)
Voltage: 230V – 50Hz
Power: 2.000W
Air Flow: 2.3 m3 / min
Dust Capacity: 2.5 Lit
Cable Length: 4.80m
Weight: 8 Kg
আরও জানতে ছবিতে ক্লিক করুন

ক্রয় করার জন্য কিছু পরামর্শ

আপনার জন্য সুবিধাজনক টি বেঁছে নিন

  • বাসা বাড়ির জন্য স্টিক বা আপরাইট ভ্যাকুয়াম ক্লিনার সবচেয়ে ভালো, এর সহজ ব্যাবহার পদ্ধতিরে জন্য।
  • গাড়ী বা ইলেকট্রনিক্স পরিষ্কার করার জন্য পোর্টেবল ভ্যাকুয়াম ই সেরা।
  • অফিস বা বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ক্যানিস্টার ভ্যাকুয়াম ছাড়া অন্য কিছু নেওয়া ঠিক নয়। দুই বা তিন মটরের ক্যানিস্টার ভ্যাকুয়াম গুলি বাজারে বেশ সহজলভ্য।
  • রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার গুলি মূলত বাসা বাড়ির জন্য ডিজাইন করা হয়ে থাকে। এর কার্যকারিতার দিক থেকে বিবেচনা করলে অন্যান্য ভ্যাকুয়ামগুলি এর চেয়ে এগিয়ে থাকবে। সঠিক ভাবে পরিকল্পনা ও ব্যাবহার করলে এটি আপনার জন্য ভালও প্রমানিত হতে পারে।

কেনার আগে এই বিষয়গুলি দেখে নিন

  • সাকসন ক্ষমতা, যত বেশী হয় ততই ভালো, এইগুলো সাধারণত Pa, Psi ইউনিটে থাকে
  • মোটরের শক্তি, নুন্যতম মানের চেয়ে বেশী নিন, এর জন্য ওয়াট (W) দেখে নিন
  • শব্দের তীব্রতা কম হলে ব্যবহার করা শান্তিদায়ক
  • নকশা এবং কাঠামো আপনার পছন্দ মত বেঁছে নিন
  • ফিল্টার এর প্রকার ও পরিষ্কার পদ্ধতি সম্পর্কে জেনে নিন
  • অন্যান্য এক্সেসরিজ গুলি সাথে ঠিকমত আছে কিনা দেখে নিন

ভ্যাকুয়াম ক্লিনার পরিচালনা করার জন্য কিছু নির্দেশনা:

মেঝে এবং আসবাবপত্র কীভাবে পরিষ্কার করা যায় তা জানা গুরুত্বপূর্ণ। আপনি যদি লক্ষ্য করেন যে আপনার প্রত্যাশার মতো ধুলো-মুক্ত হচ্ছেনা, হতে পারে যে আপনার ভ্যাকুয়াম ক্লিনার সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। সঠিক উপায়ে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করার জন্য আমরা এখানে দরকারী কৌশলগুলি উল্লেখ করা হল: 

  • এটি ভাল কন্ডিশনে রাখতে এর অভ্যন্তর নিয়মিত পরিষ্কার করার কোনো বিকল্প নেই। তাই সপ্তাহান্তে একবার করে খুলে পরিষ্কার করুন। 
  • ভ্যাকুয়াম ব্যাগটি পূর্ণ হওয়ার আগে খালি করতে ভুলবেন না।
  • আপনি আপনার ভ্যাকুয়াম থেকে সর্বাধিক সুবিধা পেতে চান তবে ফিল্টারগুলি নিয়মিত পরিষ্কার করুন৷

যা সবসময় করতে হবে:

  • পরিষ্কার করার পরে সর্বদা প্লাগ খুলে রাখুন।
  • অবশ্যই প্রস্তুতকারকের হ্যান্ডবুকটি উনুসরণ করুন। 
  • আপনার ভ্যাকুয়াম কর্ডটি যত্ন সহকারে ব্যবহার করুন, টান লাগা হতে রক্ষা করুন। 
  • বাধা এড়াতে মেঝে থেকে মোজা এবং কয়েনের মতো বড় আইটেম গুলো সরিয়ে রাখুন।

যা কখনোই করবেন না:

  • ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা চালিয়ে যাবেন না যদি এটি থেকে অস্বাভাবিক শব্দ বা গন্ধ আসে। বন্ধ করে এটি পরিষ্কার করুন এবং কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন।
  • আপনার ভ্যাকুয়াম নিজেই মেরামতের চেষ্টা করবেন না। সর্বদা পেশাদার কারো পরামর্শ নিন।
  • কাগজের ভ্যাকুয়াম ব্যাগগুলি পুনঃব্যবহার করবেন না, কারণ একবার ব্যবহারের পরে ছিদ্রগুলি ব্লক হয়ে যাবে। এগুলি পুনরায় ব্যবহার করলে ভ্যাকুয়াম মোটর অতিরিক্ত গরম হতে পারে।

ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আজ এ পর্যন্তই, পরবর্তীতে আরো কিছু তথ্যবহুল আলোচনা নিয়ে আসা হবে।  জানতে লগ ও করুন: fixt.com.bd তে। ফিক্সিটের ভ্যাকুয়ামের সংগ্রহ দেখুন এই লিংকে: Fixit Vacuum Cleaner Category