ইপোক্সি রেজিন এর নানাবিধ ব্যবহার – তৈরি করুন আকর্ষণীয় শোপিস ঘরে বসেই
ইপোক্সি রেজিন এর নাম না জানলেও এর সাথে আমরা কোননা কোন ভাবে অবশ্যই পরিচিত। কারন এই ইপোক্সি রেজিন দিয়েই তৈরি হয় নানাধরনের আকর্ষণীয় শোপিস। এসব শোপিস দেখে অনেকেরই মনে প্রশ্নে জাগে, কিভাবে তৈরি করা হয় কাঁচের মত সাদৃশ্য এই পণ্যগুলো? তাই আপনি যদি ইপোক্সি রেজিন দিয়ে নানা আকর্ষণীয় সৌখিন জিনিস তৈরি করার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন, তবে এই ব্লগটি আপনাকে কিভাবে সহজেই ইপোক্সি রেজিন দিয়ে ঘরে বসেই অল্প খরচে নানা ধরনের আকর্ষণীয় রংবেরঙের সৌখিন জিনিস তৈরি করবেন তা শিখাতে সহযোগিতা করবে।
ইপোক্সি রেজিন এর নানাবিধ ব্যবহার
১. DIY Alphabet Keychainsঃ আপনার ব্যক্তিগত ব্যবহারকৃত হ্যান্ড বা সোল্ডার ব্যাগে DIY Alphabet Keychains ঝুলানোর জন্য কিংবা আকর্ষণীয় গিফট আইটেম তৈরিতেও ইপোক্সি রেজিন দিয়ে DIY Alphabet Keychains তৈরি করতে পারেন।
এই DIY Alphabet Keychains তৈরি করতে যা প্রয়োজন তা নিম্নরুপ ( অনলাইন থেকে উপকরণগুলো সহজেই ক্রয় করতে উপকরণগুলোর উপরে ক্লিক করুন)
- Crystal Clear Epoxy Resin & Hardener
- Mixing Cups
- Gloves
- Stir Sticks
- Safety goggles
- Castin’ Craft Transparent Dyes – Blue
- PolyColor Resin Powder and Resin Glitter – I used a mix of pink, blues and white
- Alphabet Silicone Mold
উপরের উল্লেখিত প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা হয়ে গেলে, নিচের পদক্ষেপগুলো অনুসরন করুনঃ
- প্রথমে হ্যান্ড গ্লাফসটি হাতে এবং Safety goggles চোখে পরে নিন
- Crystal Clear Epoxy Resin এবং Hardener সমান অনুপাতে মিক্সিং কাপে ঢালুন
- আইসক্রিমের কাঠি কিংবা কোন পরিষ্কার বস্তুর সাহায্যে মিশ্রণটি ২ থেকে ৩ মিনিট নাড়তে থাকুন এবং ভালভাবে মিশ্রণের জন্য অন্য আরেকটি পাত্রে মিশ্রণটি ঢেলে নিয়ে আরও ২ থেকে ৩ মিনিট নাড়ুন।
- এবার এক থেকে দুই ফোটা Resin Dye ঢেলে দেন, এবং কিছুটা গ্লিটার উপর দিয়ে ছিটিয়ে দিন।
- এরপর আপনার পছন্দ অনুযায়ী যেকোন আলফাবেট মোল্ডে মিশ্রণটি ঢেলে দিন এবং ভালভাবে জমার জন্য অত্যন্ত ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।
- ২৪ ঘণ্টা পর ছোট ড্রিল মেশিনের সাহায্যে ইপোক্সি রেজিন দিয়ে তৈরিকৃত আলফাবেটটি ছিদ্রু করুন এবং পছন্দের চাবির রিং সংযুক্ত করুন।
২. ইপোক্সি রেজিন দিয়ে নোটবুকঃ কর্মজীবী মানুষের নিত্যদিনের কাজে To Do List তৈরি করতে কিংবা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব নোটস লেখার ক্ষেত্রে নোটবুক ব্যবহারের জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তবে ইপোক্সি রেজিন দিয়েও যে আকর্ষণীয় কালারফুল নোটবুক তৈরি করা যায় তা অনেকেরই অজানা। চলুন একনজরে জেনে নেই এর প্রক্রিয়াটিঃ
এরজন্য যা যা প্রয়োজনঃ
- Crystal Clear Epoxy Resin & Hardener
- Acrylic Paint or Spray paint in the color of your choice
- Notebook Mold
- Mixing Cups
- Stir Sticks
- Notebook Paper
- Notebook Rings
যেভাবে তৈরি করবেনঃ
- প্রথমে হ্যান্ড গ্লাফসটি হাতে এবং Safety goggles চোখে পরে নিন
- Crystal Clear Epoxy Resin এবং Hardener সমান অনুপাতে মিক্সিং কাপে ঢালুন
- আইসক্রিমের কাঠি কিংবা কোন পরিষ্কার বস্তুর সাহায্যে মিশ্রণটি ২ থেকে ৩ মিনিট নাড়তে থাকুন এবং ভালভাবে মিশ্রণের জন্য অন্য আরেকটি পাত্রে মিশ্রণটি ঢেলে নিয়ে আরও ২ থেকে ৩ মিনিট নাড়ুন।
- এরপর নোটবুকের মোল্ডে ধীরে ধীরে মিশ্রণটি ঢেলে দিন। লক্ষ্য রাখুন যাতে নোটবুকের মোল্ডের রিং লাগানোর ছিদ্রুগুলো বন্ধ না হয়ে যায়।
- ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করার পর আপনি যদি কোন বাবল দেখতে পান, তবে একটি স্ট্র এর সাহায্যে ফু দিয়ে বাবলগুলো ফাটিয়ে দিন।
- ২৪ ঘণ্টার পর মোল্ড থেকে ইপোক্সি রেজিন দিয়ে তৈরিকৃত নোটবুকের কভারটি সাবধানতার সাথে খুলে ফেলুন এবং পেপার এবং রিং লাগিয়ে আপনার আকর্ষণীয় নোটবুকটি তৈরি করে ফেলুন।
৩. ইপোক্সি রেজিন দিয়ে জুয়েলারিঃ স্বর্ণ, ইমিটেশন কিংবা পাথরের জুয়েলারি ব্যবহার আজ সর্বত্র। তবে নিজেকে সবার থেকে আলাদা করতে জুয়েলারি ফ্যাশন জগতে কিছুটা নতুনত্বের ছোঁয়া লাগাটা জরুরী। আর এই ভিন্ন ধরনের জুয়েলারিগুলো তৈরি করতে ইপোক্সি রেজিনের ব্যবহার এবং চাহিদা আজ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এইসকল জুয়েলারিগুলো আপনি আপনার মনের মত করে ঘরে বসে নিজেই তৈরি করে ফেলতে পারেন।
যেসকল জিনিসের প্রয়োজন হবেঃ
- Watercolor paper
- Watercolor paint and paint brush
- Oval and round jewelry bezels
- Ultra-Seal or a Water-based sealer
- Small metal sea creatures charms
- White decorative sand
- EnvirotexLite Jewelry Resin
- Measuring cups, stir sticks, gloves
যেভাবে তৈরি করবেনঃ
- একটি সাদা কাগজের টুকরো আপনার পছন্দের জুয়েলারি ছাঁচে বসিয়ে পেন্সিল দিয়ে ছাঁচের পরিধিটি অঙ্কন করুন। এরপর ছাঁচের পরিধি অনুযায়ী সাদা কাগজটি কাটুন এবং নীল রঙের সাহায্যে সমদ্রের তিরের মত হালকা নীল পানির একটি প্রতিচ্ছবি আকুন।
- এরপর ছোট একটি ব্রাশের সাহায্যে ছাঁচের উপর কিছুটা আঠা দিয়ে ভালভাবে অঙ্কন করা ছবিটা সংযুক্ত করুন এবং ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।
- ছবিটা শুকিয়ে গেলে এর উপরে আঠা লাগিয়ে এক পাশে কিছুটা সাদা বালি ছিটিয়ে দিন এবং ভালভাবে শুকানোর জন্য অপেক্ষা করুন। বালিগুলো শুকালে এর উপর আবার আঠা লাগিয়ে দিন এবং আপনার পছন্দমত ষ্টীল কিংবা প্লাস্টিকের শামুক, কাঁকড়া বা কচ্ছপ বালির উপর বসিয়ে দিন।
- খুব ভালভাবে শুকিয়ে গেলে, জুয়েলারির ছাঁচটির উপর ইপোক্সি রেজিন ভালভাবে মিশ্রণ করে ঢেলে দিন। ২৪ ঘণ্টা পুরাপুরভাবে শুকানোর জন্য অপেক্ষা করুন এরপর ব্যবহার করুন আপনার হাতে তৈরি সম্পূর্ণ ভিন্ন ধরনের আকর্ষণীয় ইপোক্সি রেজিন দিয়ে তৈরিকৃত জুয়েলারি।
ইপোক্সি রেজিন এর নানাবিধ ব্যবহার
৪. ইপোক্সি রেজিন দিয়ে ছবির ফ্রেমঃ আধুনিক এই যুগে ছবি বাঁধিয়ে রাখার মত মানুষ খুব কমই পাওয়া যায়। মুলত প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে, ছবিগুলোর জায়গা হয়েছে আজ হাতের মুঠোয়। তবে ইপোক্সি রেজিন ব্যবহার করে পছন্দের সব ছবি দিয়ে যে এত সুন্দর ফ্রেম তৈরি করা যায়, তা জানার পর আমি নিশ্চিত অনেকেই আজ থেকে ছবি ফ্রেমে বাঁধাই করে রাখবে।
এরজন্য যেসকল জিনিসের প্রয়োজন হবেঃ
- Photos of your choice, printed to size on glossy photo paper
- Scissors
- 6 Gold Art Minds lids
- Ultra-Seal Multi-Purpose Sealer / Glue (or any clear drying craft glue)
- Paintbrush
- Envirotex Lite Pour-On
- Mixing Cups
- Stirring Sticks
- Straw or kitchen torch, disposable work surface, gloves
যেভাবে তৈরি করবেনঃ
- ছবি বাঁধায়ের জন্য আপনার পছন্দমত আকৃতির ছাঁচ বাছাই করুন এবং পছন্দের ছবিটি প্রিন্ট করে ছাঁচের আকৃতি অনুযায়ী কাটুন।
- ছাঁচে প্রয়োজনমত আঠা লাগিয়ে ছবিটি সংযুক্ত করুন এবং ভালভাবে শুকানোর জন্য অপেক্ষা করুন।
- শুকানোর পর পূর্বের মত করেই Crystal Clear Epoxy Resin এবং Hardener সমান অনুপাতে মিক্সিং কাপে ঢেলে ভালভাবে মিশিয়ে নিন এবং ধীরে ধীরে ছবির ছাঁচের উপর মিশ্রণটি প্রয়োজনমত ঢেলে দিন। ভালভাবে শুকানোর জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করুন এরপর নিজেই চমকে উঠুন নিজের হাতে ইপোক্সি রেজিন দিয়ে তৈরিকৃত ছবির ফ্রেম দেখে।
৫. ইপোক্সি রেজিন দিয়ে খবার পরিবেশনের ট্রে ঃ শুধু একবার ভাবুন যে, আপনি ইপোক্সি রেজিন দিয়ে তৈরি করা কোন এক ট্রেতে খাবার পরিবেশন করছেন আর অতিথিরা অবাক দৃষ্টিতে ট্রে এর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে আছেন! তবে আর দেরি কেন! চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন ইপোক্সি রেজিন দিয়ে আকর্ষণীয় ট্রে।
এরজন্য যেসকল জিনিসের প্রয়োজন হবেঃ
- EnviroTex Lite® Pour On High Gloss Finish
- Colorful cardstock
- Wooden frame
- Drawer Pulls
- Mixing Cups
- Stir Sticks
- Drill with drill bit
- Scissors or Paper Slicer
যেভাবে তৈরি করবেনঃ
- কাঠের ফ্রেম বা প্লাস্টিকের ট্রে এর উপর ব্রাশ দিয়ে আঠা লাগিয়ে বিভিন্ন রঙের কাগজগুলো ছোট ছোট আকারে কেটে ছিটিয়ে দিন।
- Crystal Clear Epoxy Resin এবং Hardener সমান অনুপাতে মিক্সিং কাপে ঢালুন
- আইসক্রিমের কাঠি কিংবা কোন পরিষ্কার বস্তুর সাহায্যে মিশ্রণটি ২ থেকে ৩ মিনিট নাড়তে থাকুন এবং ভালভাবে মিশ্রণের জন্য অন্য আরেকটি পাত্রে মিশ্রণটি ঢেলে নিয়ে আরও ২ থেকে ৩ মিনিট নাড়ুন।
- এরপর ট্রে এর উপরে ইপোক্সি রেজিন এর মিশ্রণটি ধীরে ধীরে ঢেলে দিন এবং শুকানোর জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।
এইভাবেইপোক্সি রেজিন ব্যবহার করে আপনি নানাবিধ আকর্ষণীয় শৌখিন জিনিস তৈরি করার পাশপাশি ব্যবহার করতে পারেন আপনার বিভিন্ন DIY প্রোজেক্টে। নতুন কিছু তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন সবাইকে। তবে হয়ে যাক আজই, ইপোক্সি রেজিন দিয়ে তৈরি করা আপনার হাতে নতুন কিছু!
উপরে উল্লক্ষিত প্রয়োজনীয় উপকরণগুলো সব এক জায়গায় খুঁজে পেতে আজই ভিজিট করুন staging3.fixit.com.bd তে!
কিভাবে ঘরে বসে সহজে নিজেই পছন্দের ডিজাইনটির মোল্ড তৈরি করবেন তা জানতে এখানে ক্লিক করুন